Saturday, October 4, 2025
spot_img
HomeScrollবিশ্বকর্মা পুজোতে আর্থিক সৌভাগ্য বৃদ্ধি এই ৬ রাশির
Vishwakarma Puja

বিশ্বকর্মা পুজোতে আর্থিক সৌভাগ্য বৃদ্ধি এই ৬ রাশির

পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়

বিশ্বকর্মা পুজোতে (Vishwakarma Puja) আর্থিক সৌভাগ্য বৃদ্ধি (Financial luck) পাবে এই ছয় রাশির (Zodiac Sign) । জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। চন্দ্র যখন এই নক্ষত্রে অবস্থা করে, তখন এটিকে পুষ্য যোগ বলা হয়।

 

বৃষ রাশি- এই রাশির জন্য পুষ্য যোগ শুভ বার্তা নিয়ে আসবে। আর্থিক লেনদেন থেকে বিনিয়োগ সব কিছুই সহজ হবে। সম্পত্তি ক্রয় করবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি। বেতন বৃদ্ধি।

 

কর্কট রাশিজীবনে সাফল্য আসবে। ভাগ্যের চাকা ঘুরবে। কোনও দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি মিলবে। এই সময়ে শুরু করা যেকোনও কাজে সাফল্য মিলবে। আত্মবিশ্বাস বাড়বে। কোনও দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে মুক্তি।

 

সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি। কোনও ভালো কোম্পানিতে সম্মানিত কাজ।  কাজের সূত্রে বিদেশ যাত্রা। শরীর স্বাস্থ্যের উন্নতি।

আরও পড়ুন-  পিতৃপক্ষে ভদ্ররাজযোগে সুখের দিন আসছে এই তিন রাশির

 

তুলা রাশিএই রাশির জাতকদের জন্য এই যোগ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বাড়বে। ব্যবসায় সাফল্য। পারিবারিক জীবনে শান্তি।

 

বৃশ্চিক রাশিভাগ্যের চাকা ঘুরে। আর্থিক উন্নতি। স্বাস্থ্য ভালো থাকবে, কোনও দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি। দাম্পত্য জীবনে মাধ্যুর্য বাড়বে। অবিবাহিতদের জীবনে নতুন প্রেম আসবে।

 

ধনু রাশি: আর্থিক সাফল্য, সৌভাগ্যের উন্মেষ। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন। অপ্রত্যাশিত লাভ। কঠোর পরিশ্রমের ফল পাবেন। উচ্চ শিক্ষায় সাফল্য। শিক্ষার্থীদের জন্য শুভ।

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

Read More

Latest News